ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

৯ বছর পর আশরাফুলের সেঞ্চুরি

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

আশরাফুল মানেই দারুণ উত্তেজনা। দুর্দান্ত গতিতে রানের চাকা সচল থাকা। সেই আশরাফুল ফিক্সিং কেলেঙ্কারির ফাঁদে পড়ে ক্রিকেট থেকে ছিটকে গেলেন দীর্ঘ সময়ের জন্য। প্রায় নয় বছর পর মাঠে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখা পেলেন আশরাফুল । মঙ্গলবার বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন কলাবাগান ক্রীড়াচক্রের এ ব্যাটসম্যান।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আগে দুটি ম্যাচ খেলেছেন বাংলাদেশেরেএ লিটল মাস্টার। যদিও আগের ম্যাচ দুটিতে উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি। আজ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে ১৩১ বল খেলে ১০৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

পরে আরাফাত সানির বলে ফরহাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। আশরাফুলের সতীর্থ তাইবুর রহমানও আজ সেঞ্চুরি করেন। তিনি ১০৯ বল খেলে অপরাজিত  থাকেন ১১৪ রানে।

তাদের দুজনের ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেটে ২৯০ রানের বিশাল সংগ্রহ পায় কলাবাগান। ২৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান করে প্রাইম দোলেশ্বর।

আর / এআর