ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত : ০১:২৮ পিএম, ৪ মে ২০১৬ বুধবার | আপডেট: ০১:২৮ পিএম, ৪ মে ২০১৬ বুধবার

ঈদে মেরাজুন্নবী উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে নগরীর মুসলিম হল থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ব সুন্নী আন্দোলনের নেতারা সত্য ও মানবতা ভিত্তিক সমাজ, রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।