দেশ আজ উপচে পড়া ঝুড়িতে পরিণত হয়েছে: এলজিআরডি মন্ত্রী
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। ভিক্ষুকের জাতির কলঙ্ক মুছে মধ্যম আয়ের দেশ হিসেবে জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। শেখ হাসিনার জাদুর ছোঁয়ায় দেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উপচে পড়া ঝুড়িতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জামালপুর পৌরসভার দেড়শ` বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করেছেন। তিনি এমন এক নেত্রী ২২ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব। দেশকে বিশ্বের মধ্যে মাথা উচু করা উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনা কাজ করছেন উল্লেখ করে মন্ত্রী আগামী নির্বাচনে জামালপুরের ৫টি আসনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক উপদেষ্টা আবুল কালাম আজাদ প্রমুখ।
এসি/