ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

টি-টোয়েন্টিতে রেকর্ড রান টাইগারদের

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করেছে টাইগাররা। লংকানদের বিপক্ষে মীরপুরে বৃহস্পতিবারে প্রথমে ব্যাট করে ১৯৩ রানের এই রেকর্ড গড়ে।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী।

এরআগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯০ রানের সংগ্রহ ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

সৌম্য ও মুশফিকুর রহিমের মারকুটে অর্ধশতকে ভর করে এই বিশাল রানের পাহার গড়ে বাংলাদেশ।

মুশফিক ৪৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি একটি ছয় ও ৭টি চার দিয়ে সাজানো। এর আগে সৌম্য আউট হয়েছেন ৫১।

এদুজন অর্ধশতক পেলেও উদানার বলে ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ৪৩ রানে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ।