ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

দেড়শ’ ইউপি ও পৌরসভার নির্বাচনের তফসিল রোববার

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

দেশের দেড়শ’ ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস.এম আসাদুজ্জামান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে কমিশন কয়েকটি এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আগামী মাসের শেষ দিকে এসব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। সূত্র: বাসস

 

এমএইচ/টিকে