ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

মানবতার অনন্য দৃষ্টান্ত সত্তরোর্ধ্ব ডালিয়া (ভিডিও)

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

সত্তরোর্ধ্ব মানবহিতৈষী রাজিয়া সামাদ ডালিয়া। বয়সের সাথে পাল্লা দিয়ে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। চেহারায় নেই কোনো ক্লান্তির ছাপ। গড়ে তুলেছেন ডায়াবেটিস হাসপাতাল। এরই মধ্যে হাত দিয়েছেন হার্ট ফাউন্ডেশন-এর কাজে।

শুধু তাই নয়, খেলাঘর থেকে শুরু করে-গড়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানও। মানবতার সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শেরপুরের মহিয়সী এই নারী, হয়ে উঠেছেন সবার প্রিয় ডালিয়া আপা।

মানবদরদী এই মানুষটির অবসর সময় কাটে বাগান পরিচর্যা আর বই পড়ে। সুযোগ পেলেই নিজের হাতে গড়ে তোলা ডায়াবেটিস হাসপাতালের রোগীদের সেবা করে সময় কাটান।

এবার শেরপুরে তার বাবার কবরের পাশে গড়ে তুলছেন হার্ট ফাউন্ডেশন। আমৃত্যু মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান ডালিয়া।

অসহায় মানুষকে তিনি করে তুলেছেন স্বাবলম্বী এবং গৃহহীনের জন্য করেছেন গৃহের ব্যবস্থা। অনুপ্রেরণার অপর নাম হয়ে উঠেছেন মানবতার সেবায়, এমনটা মনে করেন শেরপুরের মানুষ।

ডালিয়া আপা এভাবেই আজ সবার কাছে হয়ে উঠেছেন অনুকরণীয় এক প্রিয়জন।

এসএ/