ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

নীলফামারীতে ধানের ন্যায্য দাম মিলছে না, কৃষকরা ঝুঁকছেন রবি ফসলের দিকে

প্রকাশিত : ১০:১৮ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৪২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

নীলফামারীতে ধানের ন্যায্য দাম না পাওয়ায় বোরো আবাদ ছেড়ে গম, ভুট্টা আর সরিষাসহ রবি ফসল চাষে ঝুঁকছেন কৃষকরা। তাদের অভিযোগ, দুই বছর ধরে সার, সেচ, কীটনাশকসহ অন্যান্য খরচের পর ধান বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে। তাই এবার অন্যান্য রবি ফসল চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। গেলো বছর এসব জমিতেই চাষ হয়েছিল বোরো ধান। এ বছর ভিন্ন চিত্র। চোখ যেদিকে যায় শুধুই গম, ভুট্টা আর সরিষার ক্ষেত। কৃষকরা বলছেন, ধানের ন্যায্য দাম না পাওয়ায় বোরো চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এছাড়া, রবি ফসল আবাদে কম খরচ, মুনাফাও বেশি। চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২৪ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে রবি ফসল। এ ফসল ঘরে তোলার সাথে সাথেই ক্রেতার যেমন আগ্রহ থাকে তেমনি দাম পাওয়া যায় ভাল। স্থানীয় কৃষি বিভাগও বলছে, বোরোর আবাদ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। আবহাওয়া অনুকুলে থাকলে আর রবি ফসলের ন্যায্য দাম পেলে আগামীতে এসব ফসলের চাষাবাদ আরও বাড়বে বলে মনে করছেন কৃষকেরা।