ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১ ১৪৩২

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। নিহতের পরনে কালো রঙের জিন্স প্যান্ট ও আকাশি চেক শার্ট রয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, শনিবার সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। খবর পেয়ে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একে// এআর