ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

মাহমুদউল্লাহর কণ্ঠে জয়ের প্রত্যয়

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। এই ভেন্যুতে ৬টি ম্যাচ হলেও কাল মাঠে খেলতে নামবে বাংলাদেশ দল। সিলেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া মাহমুদউল্লাহ।

তবে পরাজয়ের গ্লানি মুছতে সিলেটের ম্যাচ বাংলাদেশ দলের জন্য শেষ সুযোগ। রোববার সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারাতে পারলে কিছুটা স্বস্তি পাবে স্বাগতিকরা।   সিলেটে এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি পূর্ণভূমি সিলেট স্টেডিয়ামে টাইগারদের ‘অভিষেক’ স্মরণীয় করে রাখার  লক্ষ্য মাহমুদউল্লাহর।

ত্রিদেশীয় সিরিজে প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, জিতেছিল ১৬৩ রানের বিশাল ব্যবধানে। কিন্তু তারপর জয় তো দূরের কথা, বলতে গেলে তাদের সামনে দাঁড়াতেই পারেনি। ফাইনালের আগের ম্যাচে ৮২ রানে অলআউট হয়ে ১০ উইকেটে আর ফাইনালে ৭৯ রানে হার, মিরপুর টেস্টে আড়াই দিনে ২১৫ রানে পরাস্ত হওয়ার পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের সর্বোচ্চ ১৯৩ রান করেও হার মেনেছে ৬ উইকেটে। শুধু চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ড্র করতে পেরেছে।

সাকিবের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ স্বাভাবিকভাবেই হতাশ। শেষ ম্যাচে হতাশা দূর করে জয়ের প্রত্যয় তার কণ্ঠে। শনিবার সংবাদ সম্মেলনে স্বাগতিকদের ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, ‘আমরা ত্রিদেশীয় আর টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। কিন্তু আমরা সব বিভাগে নিজেদের সেরাটা দিতে পারিনি। কখনও ব্যাটসম্যানরা ভালো করলে বোলাররা খারাপ খেলেছে, কখনও বা হয়েছে উল্টো। আবার কখনও ব্যাটিং-বোলিং দুই বিভাগ ভালো করলেও ফিল্ডাররা ব্যর্থ হয়েছে। আমাদের হাতে আর একটাই ম্যাচ বাকি, আর আমরা সেটা জিততে চাই। কাল জিততে পারলে অন্তত সিরিজ হার এড়ানো সম্ভব হবে।’

সিলেটের উইকেট এমনিতে বেশ ব্যাটিং-বান্ধব। স্বাভাবিকভাবে টস এখানে গুরুত্বপূর্ণ। উইকেট আর টস নিয়ে মাহমুদউল্লাহর বক্তব্য, ‘সব কিছুই নির্ভর করছে উইকেটের ওপর। উইকেটের কথা বিবেচনা করলে টস খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা সে সব নিয়ে ভাবছি না। আমরা শুধু প্রত্যেক বিভাগে ভালো খেলতে চাই। শেষ ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছি না।’

শ্রীলঙ্কার এবারের বাংলাদেশ সফরে সবচেয়ে আলোচিত নাম চন্ডিকা হাথুরুসিংহে। সাবেক শিষ্যদের সম্পর্কে শ্রীলঙ্কার বর্তমান কোচের যে ভালোই ধারণা আছে, শেষ ম্যাচের আগের দিন সেটা প্রকারান্তরে স্বীকার করে নিলেন মাহমুদউল্লাহ, ‘হাথুরুসিংহে আমাদের সঙ্গে ছিলেন, উনি আমাদের খুঁটিনাটি সব কিছুই খুব ভালোভাবে জানেন। তবে আমরা যদি নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারতাম, তাহলে আজ ভিন্ন পরিস্থিতি থাকতো।’

কেআই/ এআর