ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

পুলিশের অনৈতিক কর্মকাণ্ড জানাতে আইজিপি কমপ্লেইন সেল

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

আপনার আশপাশে কোনো পুলিশ ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে অভিযোগ দিন। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ নিতে ‘আইজিপি কমপ্লেইন সেল’ গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

একজন অতিরিক্ত ডিআইজি এর দায়িত্বে থাকবেন। পুলিশ সদর দপ্তরের ‘সিকিউরিটি সেল’ এখন ‘আইজিপি কমপ্লেইন সেল’ নামে পরিচিত হবে। সোমবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতদিন এ সেলে শুধু অফিস চলাকালে অভিযোগ গ্রহণ করা হতো। পুলিশ হেড কোয়াটারের একজন অতিরিক্ত ডিআইজি (ডি এন্ডপিএস-১) এর তত্ত্বাবধায়নে সেলটি পরিচালিত হবে বলে জানিয়েছে সংস্থাটি । 

যোগাযোগ- ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬

ই-মেল করতে পারেন এই ঠিকানায়- complain@police_gov.com

কেআই/ এআর