ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

বরিশাল অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৩:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি কার্যনির্বাহী পরিষদ গঠনের পর ওইদিনই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি হয়েছেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এলটিইউ ভ্যাট কমিশনার মো. মতিউর রহমান।

পরিষদে সহ-সভাপতি পদে আছেন তথ্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, বিভাগীয় দায়রা জজ এম,এ,রব হাওলাদার, অতিরিক্ত সচিব মোঃ আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মোঃ জহুরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী ড. এম,এ,মান্নান মিয়া।  

যুগ্ম সম্পাদক পদে আছেন কর কমিশনার সোয়ায়েব আহমেদ, উপসচিব জি.এম. ফারুক ডন, এজিএম, আইসিবি নুরজাহান বেগম, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সম্পাদক মো. শাহিন সিরাজ, মো. নাজিমুল হক, মো. ফজলুল হক, মোহাম্মদ ইব্রাহিম কাওসার, মো. শাহ আলম।  

দপ্তর সম্পাদক হয়েছেন মো. দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আ.ন.ম. শাহাদাৎ হোসেন, ত্রান ও কর্মসংস্থান সম্পাদক রেজা মাহমুদ, সমাজকল্যান সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক এ,কে,এম মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কে,এম, আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক সালমা সৈয়দ পলি।

নির্বাহী পরিষদ সদস্য ১৫ জন। তারা হলেন- যথাক্রমে কর কমিশনার নাহার ফেরদৌসি বেগম, অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন , যুগ্ম সচিব আবুল কালাম খান , বাংলাদেশ ডাক বিভাগের পরিচালক  মোহাম্মাদ শহিদুল ইসলাম , কৃষিবিদ ড. মো. আলী আকবর,  মো. মোস্তাফিজুর রহমান, আল আমিন বিন হাসিম, জানে আলম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মো. মেহেদী মাসুদ ফয়সাল, মো. রুহুল আমিন, মো. নুরুল ইসলাম, মো. আরিফুর রহমান, মো. নিজামুল হক, মো. খলিলুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার মোল্লা রহিম বক্স ১৬ ফেব্রুয়ারির বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের ফল ঘোষণা করেন। নব-নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের অন্যতম উপদেষ্টা বিচারপতি সৈয়দ জিয়াউল করিম।

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে- www.bboabd.org, info@bboabd.org

আরকে// এআর