ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

নব্বই দশকের জনপ্রিয় শিল্পী সাবা তানি আর নেই

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৪:০৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী সাবা তানি মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। আজ সোমবার সকালে উত্তরার বাসায় স্নানঘরে মৃত অবস্থায় তাঁকে পাওয়া যায়। সাবা তানির বয়স হয়েছিল ৪৯ বছর।

শিল্পীর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, দীর্ঘদীন ধরে সাবা তানি নিম্ন রক্তচাপে ভুগছিলেন। গতকাল তিনি বাসায় একাই ছিলেন। নিউ ইস্কাটনে তাঁর মা বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন কাল। ধারণা করা হচ্ছে- বাথরুমে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। যেহেতু তাঁর বাসায় কেউ ছিল না, তাই কেউ তাঁকে চিকিৎসকের কাছে নিতে পারেনি। আর এতেই এমন করুন মৃত্যু হয়েছে তার।

সাবা তানির একমাত্র ছেলে থাকেন যুক্তরাজ্যে। আজ সকালে স্বজনরা বাসার দরজা ভেঙে সাবা তানির বাসায় ঢোকেন।

উল্লেখ্য, আশি ও নব্বই দশকে টেলিভিশন ও মঞ্চে গান ও গজল গেয়ে জনপ্রিয়তা পান সাবা তানি।

এসএ/