ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ইরাকে ১১ বিধবাকে যাবজ্জীবন দণ্ড

প্রকাশিত : ১১:৫২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১১:৫৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১২ জন বিদেশী বিধবাকে দণ্ড দিয়েছে ইরাকের সামরিক আদালত। এ ঘটনায় এক তুর্কী বিধবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের ১১ জন তুরস্কের নাগরিক। আটকের পর তারা শিশুদের সেবা দিয়ে যাচ্ছিল। এদিকে দণ্ডপ্রাপ্তদের পক্ষ থেকে বারবার দাবি করা হয়, তাদের স্বামীরা তাদের জোর করে আইএসে সম্পৃক্ত করেছে। এরপর তাদেরকে ইরাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তদের মধ্যে অনেকের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। তাদেরকে ইরাকের মসুল ও তাল আফার থেকে গ্রেফতার করা হয়। ইরাকি বাহিনীর হামলায় তাদের স্বামীরা নিহত হয়েছেন। এরপরই তাদের গ্রেফতার করা হয়।

সূত্র: আল-জাজিরা
এমজে/