আজ ঐতিহাসিক ২০শে ফেব্রুয়ারি
প্রকাশিত : ০৯:২৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৪৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

আজ ২০শে ফেব্র“য়ারি; ১৯৫২ সালের এইদিন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্বঘোষিত ২১শে ফেব্র“য়ারির হরতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমাবেশ বন্ধ করতে ১৪৪ ধারা জারি করে সরকার। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্যরা ১৪৪ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত নেন। তবে, রাতে হলগুলোতে গোপন বৈঠক করে ছাত্ররা পরের দিনের সমাবেশ সফল করার উদ্যোগ নেয়।
৪ ফেব্রুয়ারি সমাবেশে ব্যাপক লোকসমাগম এবং সে সমাবেশ থেকে ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্বপাকিস্তানজুড়ে নিষেধাজ্ঞা ভঙ্গের প্রস্তুতি দেখে তা বন্ধে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরে, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বৈঠকে ১৪৪ ধারা ভাঙ্গার বিপক্ষে ১১ জন এবং পক্ষে মাত্র ৩ জন ভোট দেয়। রাজনীতিকরা এমন সিদ্ধান্ত নিলেও, সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে সক্রিয় হয় ছাত্ররা।
গোপনে চলে জমায়েতের প্রস্তুতি। থমথমে রাতের পর ছাত্র-জনতা অপেক্ষায় থাকে নতুন সূর্যের; এরপর ২১ ফেব্রুয়ারি নেমে পড়েন রাস্তায়। ছিনিয়ে আনেন বাক স্বাধীনতা। স্বপ্ন গাঁথেন স্বাধীনতার।