ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

‘তুম পাসে আইয়ে’ নস্টালজিয়ায় করণ

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

‘তুম পাসে আইয়ে, তুম মুচক রায়ে, তুম লে না জানেগা, স্বপনে দেখাইয়্যা’ ২০ বছর পর আবারও যেন সেই ৯৮ সালে ফিরে গেলেন শক্তিমান বলিউড পরিচালক করণ জোহর। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়` সিনেমার জনপ্রিয় গানের মিউজিক দিয়ে করণকে স্বাগত জানান জার্মান দ্যা স্টুটগার্ট চেম্বার অর্কেস্ট্রাই।

যে ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন, সে ছবির আকাশ-কুসুম ব্যবসার পর এখনও তরতাজা ও দর্শকের হৃদয়ে জ্যান্ত হয়ে রয়েছে, এমনটিই আবার প্রমাণ করলো বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। এতে কতোটা উচ্ছ্বসিত, আনন্দিত, বিস্মিত করণ, তা তাঁর টুইটারের দিকে চোখ বোলালেই দেখা যায়।

সালটা ১৯৯৮। পরিচালক হিসাবে করণ জোহরের হাতে খড়ি `কুছ কুছ হোতা হ্যায়` এর মধ্য দিয়ে । ১৯৯৮ থেকে ২০১৭, ২০ বছর পার হয়েছে। বর্তমানে সময়ের প্রেক্ষিতে অনেক লাভ স্টোরিই তৈরি হচ্ছে বলিউডে। তবুও `কুছ কুছ হোতা হ্যায়`, `দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে`, `দিল তো পাগল হ্যায়`-এর মতো সিনেমা হয়তো আর তৈরি হবে না। এই সিনেমাগুলির আজও জনপ্রিয়তার শীর্ষ। বিশেষ করেছ শাহরুখ, কাজল, রানির `কুছ কুছ হোতা হ্যায়`-এর ব্যাপারই আলাদা।

বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় সিনেমাকে প্রতিনিধিত্ব করছেন করণ জোহর। আর সেই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেই জার্মান দ্যা স্টুটগার্ট চেম্বার অর্কেস্ট্রাই শাহরুখ-কাজল-রানির কুছ কুছ হোতা হ্যায়ের সেই সুর বাজিয়ে শোনায়। সেই সুর শুনেই গর্বিত করণ জোহর। টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। টুইটার বার্তায় করণ জোহর বলেন, আজকের এ সংগীত আমাকে ১৯৯৮ সালে নিয়ে গেছে। এ আমার গর্বের। আমার অহংকার। আমার পথ চলার পাথেয়।

সূত্র: জি নিউজ
এমজে/