ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার মিলনমেলা

প্রকাশিত : ১০:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৩:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

‘এপার বাংলা ওপার বাংলা’ বাংলা ভাষার মেলবন্ধনে হই একাকার’ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে এমন শ্লোগানে সীমান্তে মিলিত হলো দুই বাংলার মানুষ।

ভৌগোলিক সীমারেখা ভুলে একই ভাষা ও সংস্কৃতির টানে দুই বাংলার মানুষ সমবেত হন দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায়। তারা একই মঞ্চে গাইলেন বাংলার জয়গান। দুই দেশের বাংলা ভাষা-ভাষীদের মিলন মেলায় পরিণত হয় দিনাজপুরের হিলি সীমান্তের শূণ্যরেখা ও বেনাপোল চেকপোস্টের নো-ম্যানস ল্যান্ড।

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বেনাপোল চেকপোস্টের নো-ম্যানস ল্যান্ডে অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ ও ভারত থেকে আগত অতিথিরা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

পরে আয়োজন করা হয় আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এরপর মিষ্টি বিতরণ আর গানে গানে মেতে থাকেন দুই বাংলার বাসিন্দারা। শোনান সৌহার্দ্য ও সম্প্রীতির কথা।