ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নজিরিয়া নঈমিয়া মাদ্রাসায় আলোচনা সভা

প্রকাশিত : ১২:০৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বুধবার প্রথম প্রহরে সম্মিলিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এরমধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মাতৃভাষা আন্দোলন আমাদের স্বাধিকারের প্রথম আন্দোলন। এ আন্দোলনই স্বাধীনতার পথ দেখিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালিদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়াতে হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ফিরোজ  । বক্তৃতা কালে একুশের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের বাংলা ভাষা নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করারও আহ্বান জানান। নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ মহিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার উপ অধ্যক্ষ মাওলানা আব্দুল মুমেন আনোয়ারী, প্রভাষক হাসনা আফরোজ, প্রভাষক বাংলা ইয়াছমিন আকতার, প্রভাষক তৈয়্যবা বেগম,

 

এমএইচ/টিকে