ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

দুর্নীতির সূচকে ৮ ধাপ অগ্রগতি বাংলাদেশের [ভিডিও]

প্রকাশিত : ১১:১৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থান ২৩তম।

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গতবার বাংলাদেশের অবস্থান ছিলো ১৫তম। ফলে এবার বাংলাদেশ ৮ ধাপ উন্নতি করেছে। এর মানে দাঁড়ালো এক বছরের ব্যবধানে বাংলাদেশে দুর্নীতি উল্লেখযোগ্য হারে কমেছে।

বৃহস্পতিবার জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআইয়ের প্রকাশ করা ২০১৮ সালের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিন থেকে প্রকাশিত এ প্রতিবেদন তুলে ধরা হয়।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী এবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। অন্যদিকে সবচেয়ে কম দুর্নীতির দেশ হচ্ছে নিউজিল্যান্ড।

একে// এআর