ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

‘প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে ২২ মার্চ’

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের তালিকায় বাংলাদেশের প্রবেশের প্রক্রিয়া শুরু উপলক্ষে প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রীকে আরম্ভর সংবর্ধনা দেওয়া হবে। সে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত অবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ওইদিন ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে আনন্দ র‍্যালিসহ সারাদেশে আনন্দ উৎসব করা হবে। এছাড়া সপ্তাহব্যাপী সারাদেশে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন রকম ডিসপ্লে করবে। ওইদিন রাজধানীতে ভিড় হতে পারে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।’

বিডিআর বিদ্রোহ নিয়ে আসাদুজ্জামান বলেন, বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের অতি দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, উন্নয়নশীল দেশে প্রবেশের জন্য আগামী ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে বাংলাদেশ।

একে// এআর