ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

এখনই বিচ্ছেদ হচ্ছে না: ডিএনসিসি

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

শাকিব অপুর বিচ্ছেদের আজ শেষ দিন। এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আজ প্রকাশিত হয়েছে। কারণ গত ২২ নভেম্বর শাকিব খান তার আইনজীবি সিরাজুল ইসলামের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠান অপুর বাসায়। সেই হিসেবে আজ বিচ্ছেদের শেষ দিন।

কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, এখনই তাদের বিবাহ বিচ্ছেন ঘটছে না। তার কারণ শাকিব খান তালাক নোটিশ ২২ তারিখে পাঠালেও সেটি অপু বিশ্বাস হাতে পান ১২ ডিসেম্বর। ফলে চিঠি হাতে পাওয়ার দিন থেকেই তিন মাসের বিষয়টি কাউন্ট শুরু হবে। সেই হিসেবে চিঠি হাতে পৌঁছানোর ঠিক এক মাসের মাথায় চলতি বছরের ১২ জানুয়ারি ডিএনসিসি প্রথম সালিশ বৈঠকের আয়োজন করে।

হেমায়েত হোসেন আরো বলেন, এখনই সম্পর্কচ্ছেদ হচ্ছে না। তাদের হাতে রয়েছে আরো ১৮ দিন। আর এ সময়ের মধ্যে অনেক কিছুই হতে পারে। তাই অগ্রীম কিছু বলা ঠিক না।

তিনি বলেন, তাদেরকে নিয়ে আগামী ১২ মার্চ শুনানীর দিন ধার্য রয়েছে। এটাই হবে শেষ শুনানী। সেদিনই তালাক কার্যকর হবে না সমঝোতায় পৌঁছাবে সেটা নির্ধারণ হবে। সুতরাং এ বিষয়ে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

এসি/