ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বড় বাঁচা বেঁচে গেলো আর্সেনাল!

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

ওস্টারসান্ডের কাছে হেরেও বড় বাঁচা, বেঁচে গেলো আর্সেনাল। বৃহস্পতিবার ওস্টারসান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারলো তারা। তবে সুইডেনে প্রথম লেগটা ৩-০ গোলে জেতায় ৪-২ গোলের অগ্রগামিতায় ইউরোপা লিগের শেষ ষোলোতে পা রেখেছে আর্সেন ওয়েঙ্গারের দল।

ওস্টারসান্ডসের কাছে হারটা আর্সেনালের ক্লাব ইতিহাসেরই অন্যতম বাজে পরাজয়। এবারই প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে এসেছে সুইডিশ ক্লাবটি। আগামী রোববার ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে এই হার অস্বস্তিতে ফেলে দিলো আর্সেনালকে।

এমন একটি ক্লাবের বিপক্ষে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিট যেতেই দুই গোল খেয়ে বসে আর্সেনাল। ২২তম মিনিটে হোসেম এইশ ও ২৩তম মিনিটে কেন সেমার গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ওস্টারসান্ডস।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সিড কোলাসিনাকের গোলে ব্যবধান কমায় গানাররা। তবে হার এড়াতে পারেনি তারা। পরের সময়টায় আর গোল না হলে হেরেই মাঠ ছাড়তে হয়েছে আরসেনালকে। ম্যাচশেষে আর্সেনালের কোচ ওয়েঙ্গার স্বীকার করেছেন, তার দল আত্মতুষ্টিতে ভুগেই এমনভাবে হেরেছে।

এদিকে আর্সেনালের মতো আতঙ্কের মুখোমুখি হয়ে শেষ ৩২ এর বাধা উতরে শেষ ষোলোর টিকিট পেলো বরুশিয়া ডর্টমুন্ড। অ্যাতলেতিকো মাদ্রিদ দুই লেগের অগ্রগামিতায় ৫-১ গোলে শেষ ষোলোতে। এসি মিলান দুই লেগের অগ্রগামিতায় ৪-০ গোলে পার করলো শেষ ৩২ এর বাধা। এছাড়া শেষ ষোলোর টিকিট পেয়েছে লোকোমোটিভ মস্কো, ডায়নামো কিয়েভ, লাজিও, স্পোর্তিং সিপি, ভিক্টোরিয়া প্লজেন, লিওঁ, জেনিত সেন্ট পিটার্সবুর্গ, অ্যাথলেটিক বিলবাও, মার্শেই ও এফসি সলজবার্গ। 

সূত্র: গোল ডট কম

একে//