ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

সন তারিখ নয় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে [ভিডিও]

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনস্ক ও অসাম্প্রদায়িক দেশ গড়তে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ঠজনেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ১৭তম মুক্তির উৎসবের আয়োজন করা হয়।

মুক্তির উৎসবে বক্তারা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দেশ স্বাধীন হলেও সে লক্ষ্য পূরণ হয়নি এখনো।

অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল বলেন, শুধু সন তারিখ মনে রাখলে হবে না, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। জাতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবের উদ্বোধন করেন অতিথিরা।

উৎসবে অংশ নেয় বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের শপথ বাক্য পাঠ করান সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান।

শিক্ষার্থীদের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তারা।

সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার জানায় ক্ষুদে শিক্ষার্থীরা।

ভিডিও লিংক: 

এসি/