ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

সৌর বিদ্যুতে বদলে যাচ্ছে চরাঞ্চল [ভিডিও]

প্রকাশিত : ১১:২১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:১৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

সৌর বিদ্যুতের কল্যাণে বদলে গেছে জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম মুন্নিয়া চরের পিছিয়ে পড়া মানুষের জীবন।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মধ্য যমুনার দুর্গম দ্বীপচর মুন্নিয়া। কিছুদিন আগেও ঢাকা ছিল অন্ধকারের চাদরে। যেকোনো প্রয়োজনে ১৫ থেকে ২০ কিলোমিটার নদী পাড়ি দিয়ে ইসলামপুর যেত হতো চরবাসীকে। তবে এখন সবই অতীত।

সৌর বিদ্যুত পাল্টে দিয়েছে চরবাসীর জীবনধারা। আলোর ঝলকানিতে অন্ধকার দূর হয়েছে অন্তত ১২শ’ পরিবারের।

বেসরকারি প্রতিষ্ঠান ভিনসেন জিটেক মুন্নিয়া চরে নির্মাণ করেছে সৌর বিদ্যুতের মিনিগ্রিড। দিনে উৎপাদিত প্রায় এক মেগাওয়াট বিদ্যুৎ, সঞ্চালন লাইনের মাধ্যমে সরবরাহ করা হয় চরের বাড়িঘরে।

ভিনসেন জিটেক লিমিটেড চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ জানান, এই বিদ্যুতের কারণে আধুনিক সব সুযোগ সুবিধা পাচ্ছে চরবাসী। শুধু বাড়ি-ঘরই নয়, সৌরবিদ্যুতে চলছে চরের রাইছ মিল, স’মিল আর সেচ মেশিনও।

চর মুন্নিয়ার মতো উদ্যোগ চায় যমুনার অন্যান্য চরের মানুষও।

 

ভিডিও লিংক: