ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

মশা নিধনে কল করুন ০১৯৩২৬৬৫৫৪৪ নম্বরে

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:৩১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশা নিধনে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একটি হটলাইন চালু করেছে।  হটলাইন নম্বরটি হলো ০১৯৩২-৬৬৫৫৪৪। জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যেই এটি চালু করা হয়েছে বলে জানায় ডিএনসিসি।

ঢাকা উত্তর সিটির আওতাধীন যে কোনো এলাকায় মশার ওষুধ ছিটানোর জন্য আগামীকাল বুধবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নম্বরে যে কেউ কল করতে পারবেন। ওই নম্বরে ফোন দিলেই মশক নিধনকারী কর্মকর্তারা ২৪ ঘণ্টার মধ্যে ওই স্থানে মশার ওষুধ ছিটাবে।

সম্প্রতি ডিএনসিসির নগর ভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সেবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মশক নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর ডা. মো. জিন্নাত আলী, ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারাসহ বিভিন্ন সোসাইটির কর্মকর্তারা। ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সভায় গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান মশক নিধন ক্রাশ প্রোগ্রামের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে প্রয়োজনে ক্রাশ প্রোগ্রামের মেয়াদ আরো বাড়ানো হবে।

উল্লেখ্য, প্রতিদিন যে পরিমাণ মশার ওষুধ ছিটানো হয় ক্রাশ প্রোগ্রাম চলুর পর থেকে তার দ্বিগুণ ওষুধ ছিটানো হয়। একই সাথে ঠিকমত ওষুধ ছিটানো হচ্ছে কি-না তা মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

আর / এআর