ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ডাব্লিউটিএ ইন্টারনাজিওনালি টেনিসে জয় পেয়েছে এনা ইভানোভিচ

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৭ এএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার

ডাব্লিউটিএ ইন্টারনাজিওনালি টেনিসে জয় পেয়েছে এনা ইভানোভিচ। প্রথম রাউন্ডে এনাস্তাসিয়া পাবলুচেনকোভাকে হারিয়েছেন তিনি। খেলার শুরু থেকেতই অবাছাই রাশিয়ার এনাস্তাসিয়ার উপর প্রাধান্য বিস্তার করে ১৩তম বাছাই সার্বিয়ার এনা ইভানোভিচ। প্রথম সেটে সহজেই এনাস্তাসিয়াকে হারায় ইভানোভিচ।  দ্বিতীয় সেটে ঘুড়ে দাড়ানোর চেষ্টা করে রাশিয়ান এনাস্তাসিয়া। তবে ইভানোভিচের পাওয়ার শট ও প্লেসিং এর সামনে দাড়াতেএ পারেননি এনাস্তাসিয়া। ফলে দ্বিতীয়ও সেটেও হারেন তিনি।ইদ্বতীয় সেট একই ব্যবধানে জিতে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন সার্বিয়ার এনা ইভানোভিচ।