ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

মৃত্যুদন্ডের বিধান পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৮ পিএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধসহ ফৌজদারী আইনে অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের বিধান পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে, সফররত সুইডিস প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর  একথা জানান তিনি। আইনমন্ত্রীর সাথে সুইডিস প্রতিনিধি দলের প্রায় এক ঘন্টার বৈঠকে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনতা, নারী নির্যাতন, ব্লগার হত্যাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। যুদ্ধাপরাধের বিচারে মৃত্যুদন্ডের সাজা বাতিলের প্রস্তাব করে, প্রতিনিধি দলটি। তবে, আইনমন্ত্রী বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেন আপাতত এটা সম্ভব নয়। দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন সুইডিস মন্ত্রী। বলেন, ব্লগারদের হত্যাকান্ডে সহজভাবে না নিয়ে আরো কঠোর হবার দাবী তাদের। তবে, মানবাধিকার ও নারীর অধিকার সুরক্ষায় বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করেছে সুইডিস প্রতিনিধি দল।