ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

২০ শে জুলাইয়ের মধ্যে বেতন নির্ধারনের নিবন্ধন করতে পরিপত্র জারি করেছে অর্থমন্ত্রণালয়

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ১০ মে ২০১৬ মঙ্গলবার

যে সব সরকারী চাকুরীজীবী এখনও অনলাইনে, বেতন নির্ধারনের নিবন্ধন করেন নি তাদের, ২০ শে জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলক অনলাইন বেতন নির্ধারণ সম্পন্ন করতে পরিপত্র জারি করেছে অর্থমন্ত্রণালয় জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গেজেট প্রকাশের পর অন লাইন প্রযুক্তি নির্ভর পে রোল ম্যানেজমেন্ট সিস্টেম প্রণয়নে সিদ্ধান্তের অংশ হিসেবে এটা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় যারা, ব্যার্থ হবেন, তাদের পহেলা আগস্টে পরিশোধ হতে যাওয়া জুলাই মাসের বেতন সাময়িক বন্ধ রাখা হবে। পরবর্তীতে, সফলভাবে এই প্রক্রিয়া শেষ করলে, আবারো যথারীতি বেতন চালু হয়ে যাবে বলে, পরিপত্রে জানানো হয়েছে।