ঢাকা, সোমবার   ২৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১

এক ঘণ্টায় দুই হ্যাটট্রিক!

প্রকাশিত : ১১:২৮ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই প্রান্তে দুটি হ্যাটট্রিক হয়েছে। ১১২ বছরের ইতিহাসে এর আগে এমন ঘটনা কখনোই ঘটেনি।

প্রথমে হ্যাটট্রিকটি করেন ফন বিক। এটি নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০তম হ্যাটট্রিক। ক্রাইস্টচার্চে তিনি কেন্টারবুরির বিপক্ষে এ হ্যাটট্রিক করেন।

ফন বিকের হ্যাটট্রিকটি পূরণ হওয়ার এক ঘণ্টার মধ্যেই ৪১তম হ্যাটট্রিকটি করেন ম্যাট ম্যাকেওয়ান । ম্যাকেওয়ান হ্যাটট্রিকটি করেন অকল্যান্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টের বিপক্ষে।

যে দুজন হ্যাটট্রিক করেছেন তারা উভয়ে একসময় খেলতেন কেন্টারবুরির হয়ে।

এছাড়াও তারা নাকি খুব ভালো বন্ধু এবং একই স্কুলে পড়েছেন।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফু

এমএইচ/টিকে