ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

গোপনে বিয়ে করলেন রাজ-শুভশ্রী

প্রকাশিত : ০৮:৪২ এএম, ৭ মার্চ ২০১৮ বুধবার

খুব গোপনে বিয়ের পর্বটা শেষ করলেন কলকাতার জনপ্রিয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী ও সেখানকার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। বিয়ের খবরটি নিশ্চিত করেছে শুভশ্রীর ঘনিষ্ঠ এক বন্ধু।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনন্দপুরে রাজ চক্রবর্তীর অ্যাপার্টমেন্টে ঘরোয়া অনুষ্ঠানে শুভশ্রীকে বিয়ে করেন এই পরিচালক।

সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ-শুভশ্রীর একেবারে নিকট বন্ধু-বান্ধব। বিয়ের পরেই শুভশ্রী নিজের ফেসবুক পেজে রাজ ও তার দুইটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুজনের হাতেই দেখা যায় হিরের আংটি।

উল্লেখ্য, এর আগে বহুবার রাজ চক্রবর্তী, শুভশ্রী ও মিমিকে নিয়ে বেশ গুঞ্জন শোনা যায়। সেসময় তারা এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে, রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বিয়ের মধ্য দিয়ে সব গুঞ্জনের অবসান হলো।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/