ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

মেট্রোরেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী মাসেঃ ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১৩ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:১৯ পিএম, ১৩ মে ২০১৬ শুক্রবার

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। উত্তরায়, মেট্রোরেলের ডিপোর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনের সময় তিনি আরো বলেন, প্রকল্পটি ২০২৪ সালে শেষ হবার কথা থাকলেও, ৫ বছর এগিয়ে এনে ২০১৯ সালে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। আট ভাগে বিভক্ত প্রকল্পের সব ক’টির টেন্ডার আহবান শেষ হয়েছে। ওয়ার্ক অর্ডার দেয়ায়, ঠিকাদারী প্রতিষ্ঠান ডিপো নির্মাণের কাজ শুরু করতে পেরেছে বলেও জানান যোগাযোগমন্ত্রী।