ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

সব কাজে এগিয়ে যাচ্ছে নারী

প্রকাশিত : ১২:১০ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

চেনা গন্ডি পেরিয়ে, সীমানা ভেঙে বেরিয়ে আসছেন নারীরা। কৃষি থেকে শুরু করে প্রতিটি কাজেই পুরুষের পাশাপাশি সমানভাবে অংশ নিচ্ছেন তারা। শহর কিংবা গ্রাম, নারী আজ অনবদ্য। কৃষিকাজ থেকে শুরু করে অফিস, আদালত, ব্যবসা, প্রতিরক্ষা- প্রতিটি জায়গায় তার দীপ্ত পদচারণা।
প্রাচীন কাল থেকেই দেশের কৃষি কাজের সঙ্গে নারীর রয়েছে ঘনিষ্ট সম্পর্ক। বীজের সুরক্ষা থেকে বপন- কৃষিকাজের ২১টি ধাপের মধ্যে ১৭টি সম্পন্ন হয় নারীর দক্ষ হাতে। এভাবেই দেশে খাদ্য নিরাপত্তায় নারীরা রাখছেন অবদান।

কৃষিকাজকে নারীর প্রাত্যহিক কাজ হিসেবে বিবেচনা করা হয় আজও। বেশিরভাগ নারী কৃষিতে শ্রম দিচ্ছেন বিনামূল্যে। তবে, সময়ের সঙ্গে বদলাচ্ছে দৃশ্যপট। কৃষিতে নারীর স্বীকৃতি দেওয়া সময়ের দাবি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুধু কৃষিকাজই নয়, তৈরি পোশাক খাতেও নারীর অবদান অসামান্য। রফতানি আয়ের বড় অংশ অর্জিত হচ্ছে তাদের হাত ধরে।

তৃণমূলের নারীরাও এগিয়ে আসছেন নিজস্ব গন্ডি পেরিয়ে। প্রথামাফিক কাজের বাইরে, সবজি বিক্রি, চায়ের দোকান আবার কেউ করছেন রাজমিস্ত্রীর মতো কাজ। গুরুত্বপূর্ণ আর্থিক অবদান রাখছেন পরিবারে।
নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জানালেন, বর্তমান সরকার নারীর উন্নয়নে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণসহ নানামুখী উদ্যোগ নিয়েছে।

এসএইচ/