ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

বার্সায় যোগ দিচ্ছেন ব্রাজিলের আর্থার

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, গ্রেমিওর মিডফিল্ডার আর্থার বার্সেলোনায় যোগ দিচ্ছেন। এবার সেই গুঞ্জনের অবসান ঘটল। প্রতীক্ষিত এই দল-বদলের কথা শিকার করলেন ব্রাজিলিয়ান ক্লাবটির সভাপতি।

গত বছর গ্রেমিওর কোপা লিবার্তাদোরেস শিরোপা জয়ে দারুণ অবদান রাখার পর থেকেই আর্থারের প্রতি বার্সেলোনা আগ্রহ ছিল। গত ডিসেম্বরে কাতালান ক্লাবটির ক্রীড়া বিষয়ক পরিচালক রবের্ত ফের্নান্দেসের সাথে এক বৈঠকে তার গায়ে বার্সার জার্সি দেখা যায়।

বিশ্লেষকদের ধারণা, ২১ বছর বয়সী আর্থারকে পেতে বার্সেলোনার খরচ হবে আনুমানিক ৪ কোটি ইউরো।

এ ব্যাপারে গ্রেমিওর সভাপতি রমিলদো বলজান বলেন, দল বদলের বিষয়টা এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে নথিগুলো এখনও সই করা হয়নি। আগামীকাল বা পরশুদিনের মধ্যে এটা সম্পন্ন হবে।

 

আর