ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

দ্রুত এগিয়ে চলেছে শিলাইদহে বাঁধ নির্মাণ [ভিডিও]

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

দ্রুত এগিয়ে চলেছে কুষ্টিয়ার শিলাইদহে পদ্মার তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের কাজ। তীর সংরক্ষণে প্রায় পৌনে ৪ কিলোমিটার ব্লক বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। নির্মাণ কাজ শেষ হলে কুঠিবাড়ির পাশাপাশি রক্ষা পাবে বহু ঘরবাড়ি।

গত কয়েক বছর পদ্মা নদী ভাঙতে ভাঙতে এগিয়ে আসছিল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ির বাড়ি দিকে। এতে শঙ্কায় দিন গুণছিলেন স্থানীয়রা।

পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড কুঠিবাড়ি ও আশপাশের জনপদ রক্ষায় ১৭৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণের কাজ শুরু করে।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া এ কাজ শেষ হবে চলতি বছরের জুনে। ৫০ ভাগেরও বেশি কাজ শেষ হয়েছে এরিমধ্যেই ।

তবে বাঁধ নির্মাণে গুনগত মান ঠিক রাখার দাবি জানিয়েছে নদীর উজান ও ভাটিতে আরও ২ কিলোমিটার বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।

এদিকে গুনগত মান ঠিক রাখতে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানালেন ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা।

পদ্মার তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের ফলে আশার আলো দেখছেন এলাকার মানুষ ও স্থানীয় রবীন্দ্রপ্রেমিরা।