ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৩:২৩ পিএম, ১৪ মে ২০১৬ শনিবার

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় শিরোপা জয়ের লক্ষ্যে বাঁচা মরার লড়াইয়ে আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় গ্রানাডার মুখোমুখি হবে বার্সেলোনা। লা লিগার শেষ রাউন্ডে গ্রানাডাকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে কাতালানরা। ৩৭ ম্যাচ শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কাতালনদের চেয়ে এক পয়েন্ট কমে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। আর একই সময় অন্য ম্যাচে দোপোর্তিভো লা করুনার সঙ্গে খেলবে জিদানের শিষ্যরা। চ্যাম্পিয়ন হতে হলে ফাইনাল রাউন্ডে দেপোর্তিভোর বিপক্ষে শুধু জয় পেলেই হবে না। তাকিয়ে থাকতে হবে বার্সা ম্যাচের ফলাফলের দিকে। আর গ্রানাডার বিপক্ষে বার্সা জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লুইস এনরিকের শিষ্যরা।