যুব গেমস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৯:০৯ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ যুব গেমস’ এর চূড়ান্ত পর্ব উদ্বোধন করেছেন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন তিনি।
প্রধনমন্ত্রী তার উদ্বোধনী ভাষণে যুব গেমস আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ গেমসের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
এর আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, আশা করছি এই গেমস আয়োজনের মধ্যদিয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনা সম্ভব হবে।
উল্লেখ্য যে, এই গেমসে ২১টি ডিসিপ্লিন রয়েছে। এগুলো হলো- ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, কাবাডি, হ্যান্ডবল, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, শুটিং, টেবিল টেনিস, কারাতে, তায়কোয়ানদো, কুস্তি, জুডো, উশু, স্কোয়াশ, ভারোত্তোলন, বক্সিং, আরচারি ও দাবা।
এমএইচ/টিকে