পেন্ডুলামের মতো ঝুলছে টাইগারদের ভাগ্য
প্রকাশিত : ১১:০২ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ১১:০৪ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার

১৬ কোটি মানুষ। ৩২ কোটি চোখ। পর্দায় চলছে টাইগারদের খেলা। চলছে টান টান উত্তেজনা। মনোমুগ্ধকর ম্যাচে পেন্ডুলামের মতো ঝুলছে টাইগারদের ভাগ্য। ঝড়ো ইনিংস খেলে ইতোমধ্যে বিদায় নিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাস।
শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুভ সূচনা করে বাংলাদেশ। আউট হওয়ার আগে তামিম ইকবাল ২৯ বলে ৪৭ ও লিটন দাস ১৯ বলে ৪৩ রান তোলেন। বর্তমানে মুশফিকুর রহিম ১৯ বলে ৩৬ ও মাহমুদুল্লাহ ৪ বলে ৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন। জেতার জন্য আর দরকার ৪৫ রান। হাতে আছে ৭ উইকেট। আর বল আছে মাত্র ২৬টি। এবার দেখা যাক টাইগাররা ভক্তদের কি উপহার দিতে যাচ্ছে?