ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

নিদাহাস ট্রফির পরই কোচ পাবে বাংলাদেশ

প্রকাশিত : ১২:০০ এএম, ১২ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০১:৩০ পিএম, ১২ মার্চ ২০১৮ সোমবার

ত্রিদেশীয় সিরিজ শেষ হলেই প্রধান কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে কোচ ছাড়াই দেশের মাটিতে বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ, টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন শ্রীলঙ্কা বিপক্ষে। বর্তমানে প্রধান কোচ ছাড়াই যোগ দিয়েছে নিদহাস ট্রফিতে। তবে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশই আপাতত প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এ ট্রফির জন্য। 

বাংলাদেশ দল এবার কোচ হিসেবে কাকে নিয়োগ দেবে তা এখনো স্পষ্ট নয়। এশিয়ার কোচ নাকি এশিয়ার বাইরে থেকে প্রধান কোচ নেওয়া হবে তা এখনো সিদ্ধান হয়নি। তবে নিদহাস ট্রফি শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান পাপন।

শ্রীলঙ্কা সিরিজের আগে তাড়াহুড়া করে কোচ নিতে চায়নি বাংলাদেশ। সঠিক সিদ্ধান্ত নিতে একটু বাড়তি সময় নিতে চেয়েছে বোর্ড।

নাজমুল হাসান জানিয়েছেন কোচ ছাড়া আর কোনো সিরিজে অংশ গ্রহণ করবে না বাংলাদেশ। দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হবে উপযুক্ত ব্যক্তির কাঁধে, ‘এই সিরিজটা শেষের পর তা চূড়ান্ত করব।

এমএইচ/টিকে