ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

রাজধানীতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে দুই পক্ষের সংঘর্ষে বাবুল সর্দার নিহত

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১৬ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৫২ এএম, ১৬ মে ২০১৬ সোমবার

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে দুই পক্ষের সংঘর্ষে আহত শ্রমিক দল নেতা বাবুল সর্দার মারা গেছে। তিনি শ্রমিক দলের ধানমন্ডি শাখার সাবেক সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্র্শীরা জানান, রোববার বিএনপি নেতা সাদেক  হোসেন খোকার  রোগমুক্তি কামনায় দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচি  শেষে বিকেল সোয়া ৫টার দিকে ভাসানী ভবনের সামনে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাবুল সর্দারসহ দুইজন আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।