ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

নিজের ২৯তম জন্মদিনটি শিরোপা জিতেই পালন করলেন এন্ডি মারে

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৬ মে ২০১৬ সোমবার | আপডেট: ১১:৪৭ এএম, ১৬ মে ২০১৬ সোমবার

নিজের ২৯তম জন্মদিনটি শিরোপা জিতেই পালন করলেন এন্ডি মারে। ইতালিয়ান ওপেনের ফাইনালে জকোভিচকে হারান তিনি। ইতালির রোমে খেলার শুরু থেকেই শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচের বিপক্ষে সচ্ছন্দে খেলতে থাকে দ্বিতীয় বাছাই ইংল্যান্ডের এন্ডি মারে। প্রথম সেটে জকোভিচকে ৬-৩ গেমে হারান মারে। এরপর ঘুরে দাড়ানোর চেষ্টা করেন জকোভিচ। তবে মারের প্লেসিং শটের সামনে কুলিয়ে উঠতে পারেননি শীর্ষ বাছাই জকোভিচ। দ্বিতীয় সেটও হারেন একই ব্যবধানে। ফলে ৬-৩ ও ৬-৩ গেমে জিতে শিরোপ ঘরে তোলেন এন্ডি মারে।