ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

নিলাম মৌসুমে ১ হাজার ৬৪০ কোটি টাকার চা বিক্রি

প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৫ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

চট্টগ্রামে ২০১৭-১৮ মৌসুমের চায়ের নিলাম শেষ হয়েছে। এবার ৪৪টি নিলাম অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর চায়ের নিলাম মৌসুমে ১ হাজার ৬৪০ কোটি টাকার চা বিক্রি হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ এপ্রিল থেকে শুর হয় এবারের চায়ের নিলাম মৌসুম।

গত মঙ্গলবার নগরের আগ্রাবাদে প্রগ্রেসিভ টাওয়ারে মৌসুমের সর্বশেষ চায়ের নিলাম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এবারের ৪৪টি নিলামে চায়ের যেমন ভালো দর পাওয়া গেছে, তিমনি চাহিদাও ছিলো ভালো।

চা বোর্ডের হিসাব অনুযায়ী, গত বছর দেশে চায়ের উৎপাদন ছিলো ৭ কোটি ৮৯ লাখ কেজি। এ মৌসুমের সর্বশেষ নিলামে ৪ লাখ কেজি চা বিক্রি হয়। কেজি প্রতি গড় মূল্য ছিলো ২১৪ টাকা। গত মৌসুমে কেজি প্রতি মূল্য ছিলো ২০০ টাকা।

জানা যায়, এবারের মৌসুমে সব চা-ই বিক্রি হয়েছে। নিলামে চা কেনার জন্য নিবন্ধিত ক্রেতার সংখ্যা ছিলো ২৩৫।

একে// এআর