ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

রানির ‘হিচকি’তে মুগ্ধ বলিউড তারকারা

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৭ মার্চ ২০১৮ শনিবার

আবারও বলিউডে ফিরেছেন রানি মুখার্জী। ফিরছেন তার নতুন সিনেমা ‘হিচকি’ দিয়ে। সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৩ তারিখ। তবে সিনেমা মুক্তি পাওয়ার আগেই এটি দেখে নিয়েছেন রানির ঘনিষ্ঠ কিছু বন্ধুরা। তাদের মধ্যে রয়েছেন বলিউডের প্রযোজক, পরিচালক করণ জোহর। সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন করণ। তাই এর অনুভুতি প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এর রিভিউ পোস্ট করেছেন তিনি।

করণ লিখেছেন, ‘সিনেমাটি দেখে বেশ ভালো একটা অনুভূতি হবে। এটা ভীষণই একটা অনুভূতিপ্রবণ সিনেমা। এখানে একটা ব্যধিকে শক্তি হিসাবে তুলে ধরা হয়েছে। আর রানি তো অসাধারণ। এটা দেখলে আবারও একবার রানির অভিনয় দক্ষতা সম্পর্কে আপনাকে অবগত করবে।’

পরে আরও একটি টুইটে করণ লেখেন, ‘হিচকি আপনাকে স্কুলের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। আপানাকে একটা সুন্দর শিক্ষা দেবে। পরিচালক হিসাবে সিদ্ধার্থ পি মালহোত্রা ভীষণ সুন্দরভাবেই সিনেমা পরিচালনা করেছেন।’

এদিকে রানির আগামী সিনেমা ‘হিচকি’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। করণের এই টুইট দেখে ‘হিচকি’ দেখার আগ্রহ আরও বাড়বে এতে কোন সন্দেহ নেই। তবে শুধু করণই নয়, ‘হিচকি’র প্রিমিয়ারে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ বলিউডের অনেকই।

সূত্র : জি নিউজ

এসএ/