ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

রংপুরে খাদেম হত্যায় ৭ জনের ফাঁসি

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ১২:৩৬ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

তিন বছর আগে রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে হত্যার দায়ে নব্য জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ ৭ জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। এই মামলায় ৬ জনকে খালাস দেওয়া হয়েছে।

মামালা নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজারের খাদেম রহমত আলীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। ওই সময় রহমত আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তারা। এ ঘটনায় নিহত খাদেমের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ৩ জুলাই আদালতে ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে নজিবুল ইসলাম ও চান্দু মিয়া নামে দুজন পলাতক। তাদের মধ্যে মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া ও সাখাওয়াত হোসেন চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

একে// এআর