ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

ফেসবুক প্রোফাইলে অস্থায়ী ছবি দেওয়ার কৌশল

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২০ মার্চ ২০১৮ মঙ্গলবার

বিশেষ দিবস বা কোনো উৎসব উপলক্ষে অনেকেই ফেসবুকে নতুন প্রোফাইল ছবি কিংবা ফ্রেম যুক্ত করলেও উৎসব শেষ হলে তা সরিয়ে আবারও পুরানো প্রোফাইল ছবিতে ফিরে যান তারা। কিন্তু পুনরায় বিশেষ দিবসের প্রোফাইল ছবি পরিবর্তন করে পুরাতনটি যুক্ত করাটা অনেকের কাছেই বিরক্তির ব্যাপার। তাই যার বিশেষ দিবসে প্রোফাইল ছবি পরিবর্তন করেন না। এমন ব্যোবহারকারীদের জন্য অস্থায়ী প্রোফাইল ছবি যুক্ত করার সুবিধা রয়েছে ফেসবুকে।

এতে ব্যবহারকারীরা নির্ধারণ করে দিতে পারবেন প্রোফাইলে ছবিটি কতোদিন থাকবে। ফলে নির্দিষ্ট দিন শেষ হলে পুরাতন ছবিটি স্বয়ংক্রিয়ভাবেই প্রোফাইল ছবিতে যুক্ত হয়ে যাবে।

কিন্তু কিভাবে ফেইসবুকে অস্থায়ীভাবে একটি প্রোফাইল ছবি দিতে হয়?

প্রথমেই ফেইসবুকে লগইন করে প্রোফাইল ছবির উপরের থাকা ‘update profile picture’ অপশনে ক্লিক করে যে ছবিটি প্রোফাইল ছবি বা ফ্রেমটি যুক্ত করতে চান তা সিলেক্ট করতে হবে। তারপর ছবিটির বাম পাশে নিচে ‘Make Temporary’ অপশনটিতে ক্লিক করে কয়দিনের জন্য ছবিটি প্রোফাইলে যুক্ত করতে চান তা নির্ধারণ করে দিতে হবে। এতে ঘণ্টা, দিন, মাস কিংবা চাইলে আপনি আপনার মতো সময় নির্ধারণ করে দিতে পারবেন। সময় নির্ধারণ করে দিয়ে সেইভ বাটনে ক্লিক করতে হবে।

সূত্র : টেক ওয়ার্ল্ড।

একে// এআর