ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

চট্টগ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৩ এএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রামের সীতাকুন্ডে মোবাইল ফোন চুরির অভিযোগে আব্দুল মালেক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে। বুধবার ভোরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, দু’দিন আগে শীতল পুরগ্রামে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি হয়। চুরির জন্যে আবদুল মালেককে অভিযুক্ত করে তাকে ঘর থেকে ধরে এনে বেঁধে মারধর করা হয়। এতে এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে সীতাকুন্ড থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।