ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

হলি আর্টিজানের অস্ত্র জোগানদাতা ৭দিনের রিমান্ডে

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলার ঘটনার অস্ত্র জোগানদাতা সাগরকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতে হাজির করলে আদালত সাগর রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে বুধবার দিবাগত রাতে পুলিশের হাতে আটক হন জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ পর্যায়ের নেতা হাদিসুর রহমান ওরফে সাগর। আটকের পর আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি হামলায় একজন এএসপিসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। আর আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। এ হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

//এস এইচ এস//টিকে