ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩১

আফগানিস্তানে বিমান হামলায় ৯ আইএস জঙ্গি নিহত

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৩৮ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের কমপক্ষে নয় জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির নানগরহার প্রদেশের দিহ বালা জেলা ও কুনার প্রদেশের চাওকে জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিশেষ বাহিনী কমান্ড একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আফগান স্পেশাল অপারেশনস ফোর্সেস বৃহস্পতিবার নানগরহার প্রদেশের দিহ বালা জেলায় আইএস সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। এতে আট আইএস সদস্য নিহত হয়।’

একই দিন পার্শ্ববর্তী কুনার প্রদেশের চাওকে জেলায় বিমান হামলায় আইএসের আরেক যোদ্ধা নিহত হয়। তবে এখন পর্যন্ত আইএস গ্রুপের পক্ষ থেকে  কোন মন্তব্য পাওয়া যায়নি। খবর সিনহুয়া

 

এমএইচ/