ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

আজ ঐতিহাসিক ২৪ মার্চ(ভিডিও)

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার

আজ ২৪ মার্চ। ১৯৭১ সালের এ’দিন ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাঙালীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো। অন্যদিকে, ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে হয় ভুট্টো ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের শেষ সমঝোতা বৈঠক।

স্বাধীকারের দাবিতে উত্তাল পূর্ব পাকিস্তান। আওয়ামী লীগের কাছে ক্ষমতা না দিতে চক্রান্ত চালিয়ে যাচ্ছিলেন পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। তবে ঢাকায় যোগ দেন সমঝোতা বৈঠকে। ২৪ মার্চ আলোচনার উদ্দেশে হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে প্রেসিডেন্ট ভবনে যাওয়ার সময় কঠোর নিরাপত্তার মধ্যেও ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়েন ভুট্টো।

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর মূল বিরোধীতাকারী ছিলেন এই ভুট্টো।

সেনাশাসক ইয়াহিয়া খান নিজের হাতে ক্ষমতা রাখতেই বড় দুই দলের বিরোধকে কাজে লাগানোর চক্রান্ত করছিলেন। আর তার প্রমাণ পেয়েছিলেন বঙ্গবন্ধুর অর্থনৈতিক উপদেষ্টা।

পরের দিন সন্ধ্যায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ছেড়ে গেলে মধ্যরাতে শুরু হয় গণহত্যা।