ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ভুল তথ্য প্রচার রোধে গুগলের নতুন পদক্ষেপ

প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

বিভিন্ন সংবাদ সংস্থাকে অনলাইনে ভুল তথ্যের বিস্তার রোধে সহায়তা দিতে ৩০ কোটি ডলার ব্যয় করবে প্রযুক্তি কোম্পানি গুগল। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী তিন বছরে এ অর্থ ব্যয় করার ঘোষণা দেওয়া হয়।

এক বিবৃতিতে গুগল জানায়, অনলাইন প্লাটফর্মে যাতে ভুল তথ্য ছড়াতে না পারে, সেজন্য তারা তাদের বিদ্যমান সিস্টেমে সমন্বয় এনেছে। এর ফলে গুগল অনুসন্ধান এবং ইউটিউবে আরো বেশি অনুমোদিত তথ্য পাওয়া যাবে।

তাদের প্লাটফর্মে ভুল তথ্য প্রচারে সুনাম ক্ষুন্ন হওয়াসহ বেশ কিছু দিকে ব্যপক ক্ষতি হতে পারে বলে আসঙ্কা করার পর তারা এই সিদ্ধানে গ্রহণ করছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় গুগলের একাধিক প্লাটফর্মে ভুল তথ্য ছড়িয়ে পড়া নিয়ে প্রতিষ্ঠানটিকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।                                                        

সূত্র :এনবিসি নিউজ

এমএইচ/টিকে