ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

সিলেটের পাথর কোয়ারিতে ফের তিন শ্রমিক নিহত

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৩৯ এএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

সিলেটের দুই উপজেলায় পাথর কোয়ারিতে পৃথক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুই থানার ওসি। এ ঘটনায় দেলোয়ার ও জুয়েল নামের দুই পাথর  কোয়ারির মালিককে আটক করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় নাজিম উদ্দিন (২৫) এবং ওসমান আলী (২৮) নামের দুই শ্রমিক নিহত হন। এছাড়া কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় মারা যান ট্রাক্টরচালক এখলাছ মিয়া (২৬)।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানিয়েছেন, কোয়ারি এলাকায় মেশিনে কাজ করতে গিয়ে পাইপে আঘাতপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দিন ও গর্ত ধসে পাথর চাপায় ওসমান মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় দেলোয়ার ও জুয়েল নামের দুই গর্ত মালিককে আটক করা হয়েছে বলেও জানান হিল্লোল রায়।

অন্যদিকে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা এলাকায় বশিরের গর্তে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে পাথরের নিচে চাপা পড়ে এখলাছ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

একে/ এমজে