ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ছাদ থেকে ফেলে দেয়া শিশুটি সুস্থ হয়ে উঠছে, শেষ পর্যন্ত তার গন্তব্য কোথায়

প্রকাশিত : ১১:৩০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ১১:৩১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

রাজধানীর বেইলি রোডের সেই শিশুটি সুস্থ হয়ে উঠছে। কিন্তু শেষ পর্যন্ত তার গন্তব্য কোথায়? ২ ফেব্র“য়ারি জন্মের দিনই ছাদ ৭ দিনে চিকিৎসকরা নিশ্চিত যে বড় ধরণের কোন সমস্যা হবে না তার। কিন্তু এখনও শিশুটি পায়নি মায়ের কোল। বাবা বা স্বজন পরিচয়েও তাকে দেখতে আসেনি কেউ। নামহীন এই শিশুটিকে জন্মের পরপরই রাজধানীর বেইলি রোডের এই ভবনের ছাদ থেকে ফেলে দেয় অপ্রাপ্ত বয়স্ক এক মা। babyতবে একটি পোশাক বিক্রির দোকানের ছাদে আটকে গেলে এলাকাবাসীর নজরে আসে ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রমনা থানা পুলিশ। প্রথমে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার পরিচিতি ‘বেবী অফ বিউটি’ নামে। মাথা ও বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছে সে। মঙ্গলবার সকালে জন্মের কিছুক্ষণের মধ্যেই একটি ব্যাগে ভরে ছুড়ে ফেলে দেয়া হয় শিশুটিকে। তার মা পেশায় গৃহকর্মী। আর এই ভবনটির একটি ফ্ল্যাটেই দু’জন বৃদ্ধা-বৃদ্ধার দেখভাল করতেন তিনি। শিশুটির চিকিৎসায় ইতোমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আর সুস্থও হয়ে উঠছে সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটির মায়ের চিকিৎসা চলছে। শারিরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি। কেন তার এই অবস্থা তা-ই জানালেন ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের কো-অর্ডিনেটর। রমনা থানা পুলিশ জানায়, শিশুটির মা সুস্থ হয়ে উঠলেই অনেক রহস্যের জট খুলবে।